দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কায্যালয় চত্ত্বরে তৈরী মঞ্চে “এসো হে বৈশাখ এসো এসো” গানের মধ্য দিয়ে বাংলা নববর্ষের সূচনা করা হয়। পরে সেখান থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করে ঢাক ঢোল বাজিয়ে গান গেয়ে নববর্ষকে স্বাগত জানানো হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এসময় অংশগ্রহনকারীরা বলেন, কোন মৌলবাদীর হুমকীতে বাঙ্গালী ঐতিহ্য বন্ধ হবে না। বাঙ্গালীর ১২ মাসে ১৩ পার্বনের মধ্য দিয়ে সকল অসাম্প্রদায়িকতা বন্ধ হবে।
এদিকে, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। উদীচী, রঘুনাথপুর শাখার উদ্যোগে সকালে আনন্দ শোভাযাত্রা, বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকের আয়োজন করা হয়।
এমআই