এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ১৪শ' পিস ইয়াবা ও ১২ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১৬ এপ্রিল) পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বাইলা গ্রামের পাচু ফকিরের ছেলে মো: আব্বাস আলী ফকির (২৩), মোহাম্মদ ফকিরের ছেলে মো: ফরিদ আহমেদ (২৩) এবং খাড়াকান্দি গ্রামের মফিজুল মাতুব্বরের স্ত্রী দুলী বেগম (৩৫)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন জানান, উপ-পরিদর্শক সেরাজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে রোববার
বাইলা গ্রামে আব্বাস আলী ফকিরের বসতবাড়ি হতে আব্বাস আলী ফকির ও ফরিদ আহমেদকে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে উপপরিদর্শক সেরাজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অপরদিকে, একইদিন সকাল সাড়ে ১১টার দিকে উপ-পরিদর্শক মো: রাজা মিয়ার নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বেলা খাড়াকান্দি গ্রামে মফিজুল মাতুব্বরের বসতবাড়ি হতে আসামী দুলী বেগমকে ১২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দুলী বেগম ও তার স্বামীকে আসামি করে উপপরিদর্শক মো: রাজা মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত নামলা দায়ের করেন। মফিজুল ইসলাম পলাতক রয়েছেন।
সময় জার্নাল/এলআর