এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে মাধ্যমিক স্তরের মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসন উদ্যোগ মঙ্গলবার ( ১৮ ই এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে মাধ্যমিক স্কুল পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে করনীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষালের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিপিএ) , বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশিকুল হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ ফজলুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদরুজ্জামান রিশাদ প্রমুখ। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
বক্তারা কর্মশালায় জানান, সরকার মাধ্যমিক স্তরে শিক্ষার গুনগত মান উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহন করেছে। ইতিমধ্যে এর সুফল আসতে শুরু করছে। এই সরকারের আমলে দেশ থেকে নকল চিরতর নির্মূল হয়েছে। সকল বোর্ড পরীক্ষায় পাসের হার অনেকাংশ বৃদ্ধি পেয়েছে।
বক্তারা আরো জানান, সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে শিক্ষকসহ শিক্ষার সাথে সংশ্লিষ্টদের অগ্রনী ভূমিকা পালনের আহবান জানান।
এমআই