দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৩ দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।
আগামী ২৬ এপ্রিল নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দীন টুঙ্গিপাড়া সফরের কর্মসূচি রয়েছে।
জানা গেছে, আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৩ দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দর্শনার্থী প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
দেশের দূর দূরান্ত থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শনের জন্য যে সকল দর্শণার্থীরা কর্মসূচি রাখেন, তারা বিষয়টি পূর্ব হতে অবগত না থাকলে বিশেষ অসুবিধার সম্মুখিন হন।
তাই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বার্তাটি বহুল প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন ওই কর্মকর্তা।
সময় জার্নাল/এলআর