এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে এলজিইডি, বিএডিসি সহ সরকারি অধিদপ্তরের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে শুক্রবার (২১শে এপ্রিল) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর পৌর আঃলীগ , আওয়ামী যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পৌর আঃলীগের যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের ও সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন কানু’র নেতৃত্বে বিভিন্ন সরকারী অধিদপ্তরের অনিয়ম , স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরেন।
আয়োজিত মানববন্ধনে যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মনির জানান , ফরিদপুরের বিএডিসি ‘র প্রকল্প পরিচালক পীযুষ কান্তি সাহা গত ২০ ই এপ্রিল তথাকথিত কিছু ঠিকাদারের মাধ্যমে ৯২টি গ্রুপে ৯২টি কালভার্ট নির্মাণের একটি টেন্ডার অনুষ্ঠিত হয় । ঐ টেন্ডারের আনুমানিক বরাদ্দ প্রায় ১৭ কোটি টাকা ।
তিনি আরো জানান , ঠিকাদারদের নিকট থেকে ৫ % টাকা অগ্রীম নিয়ে ৩জন ঠিকাদারকে প্রকল্পের কাজগুলি দেওয়া হয় । পীযুষ কান্তি সাহা ফরিদপুরে অফিস না করে ঢাকায় বেশিরভাগ সময় কাটান।
সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন কানু বিএডিসি প্রকল্প পরিচালক পীযুষ কান্তি সাহা ‘র অপকর্ম ও দুর্নীতি কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাস্তি দাবি করে বলেন , ভবিষ্যতে যেন এ ধরণের কর্মকাণ্ড না ঘটে। তিনি আরো জানান , অন্যায় ভাবে অতীতে যেসব টেন্ডার দেয়া হয়েছিল তা অবিলম্বে বাতিল করে পুনরায় নতুনভাবে টেন্ডার আহবানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
এমআই