রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রাজীবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২২ সালে এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে রাজীবপুর উপজেলা নাগরিক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এসময় সর্ব সম্মতি ক্রমে আব্দুস সবুর ফারুকী'কে সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আলম'কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট 'নাগরিক' কমিটি গঠন করা হয়।
'জাগ্রত জনতা উন্নত রাজীবপুর'এই স্লোগানকে ধারণ করে উপজেলা নাগরিক কমিটির আত্মপ্রকাশ।
পরে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। সাদিয়া তাবাচ্ছুম শিবেবডাঙ্গী উচ্চ বিদ্যালয়,আমিনা খাতুন কোদালকাটি বালিকা উচ্চ বিদ্যালয়,শাহিন আলম চরনেওয়াজী বিএল উচ্চ বিদ্যালয়,ইশরাত জাহান শিমু সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,ভালো রেজাল্ট করে নিজ এলাকা থেকে এমন সংবর্ধনা প্রাপ্ত হওয়ায় তারা খুব খুশি।
নাগরিক কমিটির সধারণ সম্পাদক শফিউল আলম বলেন,এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। সমাজের বিভিন্ন শ্রেণী পেশা ও বিভিন্ন বয়সী ব্যাক্তিদের নিয়ে এই নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
সমাজের ছিন্নমূল মানুষের পাশে দাড়ানো সহ নানা অনিয়ম দূর্ণীতি ও স্বেচ্ছাসেবক মূকল কার্যক্রম পরিচালিত হবে এই কমিটির মাধ্যমে।
সময় জার্নাল/এলআর