নিজস্ব প্রতিবেদক:
আগামী ২১ মে উদযাপিত হবে আন্তর্জাতিক চা দিবস। এ উপলক্ষে শ্রীলঙ্কায় চা বাগান ভিত্তিক ট্যুর প্যাকেজ জিতে নেয়ার সুযোগ দিচ্ছে এমিরেটস এয়ারলাইন। স¤প্রতি এ সংক্রান্ত একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে এমিরেটস ও সুবিখ্যাত ডিলমাহ টি। এমিরেটস ও ফ্লাই দুবাইয়ের লয়্যালটি প্রোগ্রাম এমিরেটস স্কাইওয়ার্ডস সদস্যরা এই অনন্য প্যাকেজ জেতার সুযোগ পাবেন। "টি মেকার প্রাইভেট রিট্রিট " শীর্ষক প্যাকেজটির বিজয়ীদের "বিড" এর মাধ্যমে নির্বাচন করা হবে।
প্যাকেজটি জেতার জন্য সর্বনিন্ম দুই লক্ষ "মাইল" (পয়েন্ট) বিড করতে হবে। প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবেঃ দুজনের জন্য দুবাই-কলম্বো বিজনেস শ্রেনী রিটার্ন টিকেট, হিলটন কলম্বো হোটেলে ৩ রাত্রির আবাসন, সিলোন টি ট্রেইলে ৩ রাত্রির ভ্রমণ প্যাকেজ, দিলমাহ চায়ের প্রতিষ্ঠাতা ও সিইও'র পুত্র দিলহান সি ফার্নান্দোর সাথে চা সংক্রান্ত একটি সেশন, ৭ কোর্সের ক্যামেলিয়া এপিকুরিয়ান ডিনার যাতে সব খাবারের উপকরণ হিসেবে চা ব্যবহৃত হয়।
এছাড়াও এয়ারপোর্ট ট্রান্সফার ও সকল মিল প্যাকেজে অন্তর্ভুক্ত । বিজয়ীদের ১৮-২৪ মে, ২০২০ এর মধ্যে ভ্রমণ করতে হবে।
সুবিখ্যাত ডিলমাহ চায়ের সঙ্গে এমিরেটসের পার্টনারশিপের বয়স তিন দশকেরও বেশী। এই চা এইমিরেটস ফ্লাইটে ও বিশ্বব্যাপী বিস্তৃত এমিরেটস লাউঞ্জে পরিবেশন করা হয়। প্রতি বছর দশের অধিক রকমের ৩৩ মিলিয়ন কাপেরও বেশী ডিলমাহ চা পরিবেশন করে এয়ারলাইনটি।
এমআই