দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি :
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
গোপালগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় এ উপলক্ষে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালীতে অংশ নেন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভুইয়া, আতি: জেলা জজ মোঃ মাকসুদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট অমিত কুমার বিশ্বাস, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, সিভিল সার্জন নিয়াজ মোহাম্মাদ, অতি: জেলা প্রশাসক মোঃ গোলাম কবির, জেলা বার কাউন্সিলের সভাপতি এ্যাড.মো: খসরুল আলম,সাধারন সম্পাদক এ্যাড.জুলকদর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. রনজিত কুমার বাড়ৈ গামা, জেল সুপার মোঃ আল-মামুনসহ বিচারকগণ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এ বিষয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সময় জার্নাল/এলআর