আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলে একটি ফেরি উল্টে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে একজন।
শুক্রবার দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এ তথ্য জানিয়েছে।
অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তারা জানান, ফেরিটি ৭৪ জন যাত্রী নিয়ে সুমাত্রা দ্বীপ থেকে প্রতিবেশী সিঙ্গাপুরের কাছের ছোট দ্বীপ তানজুং পিনাং যাচ্ছিল।
ফেরিটি যাত্রা করার প্রায় ৩০ মিনিট পর কিছুর সাথে ধাক্কা খেয়ে সেটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
তারা আরো জানান, নিখোঁজ ব্যক্তির উদ্ধারে অনুসন্ধান চলছে।
সময় জার্নাল/এলআর