এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে বিদেশি পিস্তল হাতে জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান পরশ শিকদারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা মৎস্যজীবী লীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে তার বাড়ি ।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্নেয়াস্ত্রসহ আপনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যা গঠনতন্ত্র বিরোধী। তাই আপনাকে সংগঠনের কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।
জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মো. ফরিদ মিয়া বলেন, প্রথমে তাকে কারণ দর্শানোর জন্য বলা হলেও পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে সরাসরি বহিষ্কার করার নির্দেশ দেন। যেহেতু তার হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে তাই দলীয় নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত জানিয়েছেন। আর আমরা নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (২৭ শে এপ্রিল) আসাদুজ্জামান পরশ শিকদারের দুটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, তিনি একটি বিদেশি পিস্তল হাতে প্রদর্শন করছেন। তার পেছনে তাকে ওপরে আরও কয়েকটি রাইফেল সাজিয়ে রাখা। পরশ শিকদারের দাবি পাঁচ বছর আগে শাহজাহান মৃধার ভাগ্নে পৌর যুবলীগের নেতা মিনহাজুল আবেদিন চয়নের মোবাইল ফোনের ক্যামেরায় ছবিটি তোলা হয়েছিল। আর মিনহাজুল আবেদিন এর দাবি, হয়তো কারো ম্যাসেঞ্জারে থাকা পুরনো সেই ছবিই কেউ ফেসবুকে ছেড়েছেন। আমি এখন রাজনীতি করি না ঢাকা থাকি।
এমআই