এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে রিক্সা চালক কে হত্যা করে রিক্সা ছিনতাইকারী ঘাতক সোহাগ মৃধা(২৪) নামের এক কিশোর কে গ্রেফতার করেছে পুলিশ। আটক সোহাগ মৃধা ফরিদপুর কোতয়ালী থানা এলাকার চাঁদপুর গ্রামের শাহজাহান মৃধার ছেলে।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে রিক্সা চালকের হত্যাকারী কে গ্রেফতারের বিষয়টি জানান পুলিশ সুপার মো. শাহজাহান।
পুলিশ সুপার মো. শাহজাহান জানান, গত ১৬ এপ্রিল সদর উপজেলার ঈশান গোপালপুর এলাকার একটি কলার বাগান থেকে আনু মৃধা(৫৫) নামের এক রিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়। গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় নিহতের ছেলে পিয়াস মৃধা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। বিশ্বাস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকারীকে সনাক্ত করে গতরাত দেড়টার সময় হত্যাকারী সোহাগ মৃধাকে তার বাড়ী থেকে গ্রেফতার করে বলে জানান এই পুলিশ সুপার।
গ্রেফতারের পর তার দেওয়া তথ্য মতে পুলিশ সুপার আরো জানান, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রিক্সা চালক আনু মৃধাকে শিবরামপুর স্ট্যান্ড থেকে ৩০ টাকা ভাড়া মিটিয়ে চাঁদপুরের উদ্যোগ্যে রওনা দেয় তারা। পথিমধ্যে একটি কলার বাগানের কাছে গিয়ে রিক্সা চালক কে বলে, বাগানের মধ্যে তার একটি ঘাসের বস্তা আছে। বাগানের মধ্যে আসামী ঢুকে কিছুক্ষন করে ফিরে আসে। বাগানের মধ্যে থাকা বস্তা উঠিয়ে দেওয়া কথা বলে চালক কে বাগানের মধ্যে নিয়ে যায়। এর এক ফাকে পিছন থেকে রিক্সা চালকের গামছা দিয়েই গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে। পরে রিক্সাটি নিয়ে পালিয়ে পার্শবর্তী জেলা রাজবাড়ীতে গিয়ে রবিউলের মাধ্যমে রিক্সাটি ১৭ হাজার টাকায় বেচাকেনা করে। এই ঘটনায় রিক্সা বিক্রেতার মধ্যস্তকারী রবিউল ও ক্রেতা আক্কাছ আলী শেখ কে গ্রেফতার করে ব্যাটারী চালিত রিক্সাটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
রিক্সা ছিনতাই ও হত্যা মামলার ঘটনায় আসামীদের শনিবার দুপুরে কোতয়ালী থানার মামলা নম্বর ৪৯ ও ৩৯৪/৩০২/২০১/৩৪ এর পেনাল কোড ধারায় আদালতে পাঠানো হয়।
এমআই