দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে সাতপাড় উত্তরপাড়া শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাদঁ মন্দির মাঠে এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিবছর এ ঘোড় দৌড় প্রতিযোগিতা আয়োজন করে সাতপাড় যুব উন্নয়ন ক্লাব। এ ঘোড় দৌড় প্রতিযোগিতায় উপলক্ষে মাঠে বসে জমজমাট গ্রামীন মেলা। দর্শনর্থীরা রাত ১২টা মেলায় কেনাকাটা করেন। সাতপাড় যুব উন্নয়ন ক্লাবের সভাপতি কমলেশ বিশ্বাসের সভাপতিত্বে সাতপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব বিশ্বাস বাপ্পি প্রধান অতিথি হিসেবে ঘৌড় দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় সাতপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিধান বালা, বিশিষ্ট ব্যাবসায়ী পোলু বিশ্বাস, ইউপি সদস্য দীপংকর বিশ্বাস, হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের সভাপতি যোগেশ্বর বিশ্বাস, সাবেক সভাপতি পরিমল বিশ্বাসসহ ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক ও সমাজ সেবক উজ্জ্বল বিশ্বাস।
এমআই