এম.পলাশ শরীফ, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ১৩ জন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী বিনা টাকায় প্রবেশপত্র পেয়েছেন। ২৯ এপ্রিল (শনিবার) বেলা ১২টার দিকে সেতারা-আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিলে বিনা টাকায় তাদের প্রবেশপত্র দেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তার নিকট দায়ের করা লিখিত অভিযোগে ওই পরীক্ষার্থীরা বলেছেন,' কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আক্তার ২০২৩ সালের পরীক্ষার্থীদের নিকট থেকে ফর্মপূরণের সময় ৩ হাজার টকা নিয়েছেন। এখন আবার প্রবেশপত্র আটকিয়ে ৮২৫ টাকা চাচ্ছেন কেন্দ্র ফি বাবাদ'।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ জেসমিন আক্তার বলেন, পরীক্ষার্থী প্রতি ৮২৫ টাকা কেন্দ্র ফি দিতে হবে। কেউ অনুপস্থিত থাকলেও কেন্দ্র সচিবকে তার বাবাদ টাকা বুঝিয়ে দিতে হবে। সে কারনে প্রবেশপত্র দেওয়ার সময় টাকা চাওয়া হয়েছিল। এখন নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিনা টাকায় প্রবেশপত্র দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওই কলেজের সভাপতি এস এম তারেক সুলতান এ সম্পর্কে বলেন, পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিনা টাকায় দিয়ে দেওয়ার জন্য অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। অধ্যক্ষের বিরুদ্ধে এ সম্পর্কীত শিক্ষার্থীদের অভিযোগেরও তদন্ত হবে।
এমআই