এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বিপিএএ এক মতবিনিময় সভা করেছেন।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সে ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বিপিএএ। উপজেলা নির্বাহী অফিসার এস.এম তারেক সুলতানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারমন্যান ফাহিমা খানমসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এর পূর্বে সকালে প্রধান অতিথি জেলা প্রশাসক সকালে ডা. মোজাম্মেল হোসেন বৃদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশুদের মাঝে মশারী বিতরণ করেন। এ সময় পৌর সভার মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজামসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অম্বিকা চরন লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, বারইখালী উত্তর সুতালড়ী একটি বাড়ি একটি খামার প্রকল্প, ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন ও এ ছাড়াও ইংলিশ লানিং ক্লাবের উদ্ধোধন করেন। এ ছাড়াও প্রধান অতিথি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ১৬টি ইউনিয়নে ৩৭টি বকনা বাছুর বিতরণ করেন। এ সময় জেলা মৎস্য কর্মকতা এ এসএম রাসেল, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারমন্যান ফাহিমা খানমসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সকল অনাবাদি কৃষি জমিতে একাধিক ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর উপস্থিতির হার বাড়ানোর ক্ষেত্রে শিক্ষক কর্মকর্তাদের আন্তরিক ভাবে কাজ করতে হবে।
এমআই