নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে চলাচলকারী সব এয়ারলাইনসকে আগামী ১ জুলাই থেকে ডলারের পরিবর্তে টাকায় ফ্লাইটের ভাড়া নির্ধারণ করতে হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ বিষয়ে স্থানপ্রজ্ঞাপন জারি করেছে।
উপসচিব রোকসিন্দা ফারহানার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের বলা হয়েছে, বাংলাদেশি এয়ারলাইনসগুলো যে দেশে ব্যবসা পরিচালনা করছে, সে দেশের মুদ্রায় টিকিট বিক্রি করবে৷ একইভাবে দেশি-বিদেশি সব ফ্লাইটে ভাড়া নির্ধারণ করা হবে বাংলাদেশি টাকায়৷
মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘‘ঢাকা-সিঙ্গাপুর-ঢাকার টিকিটের দাম সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশে বেশি৷ তিনি জানান, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার সুযোগ নিয়ে বিভিন্ন এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্ট অন্যায়ভাবে ফ্লাইটের টিকিটের জন্য বেশি ভাড়া নিচ্ছে৷''
এদিকে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এই সিদ্ধান্ত অভিবাসী শ্রমিকদের উপকারে আসবে৷
বিমান চলাচল শিল্পের সঙ্গে যুক্তরা বলছেন, বিশ্বের মাত্র চারটি দেশ মার্কিন ডলারে ফ্লাইট টিকিটের মূল্য নির্ধারণ করে৷ দেশগুলো হলো- বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও তাইওয়ান৷ বাকি দেশগুলো এ ক্ষেত্রে নিজস্ব মুদ্রা ব্যবহার করে৷
এমআই