শিরোনাম
সরকারের সচিব পদে পদোন্নতি লাভ করেছেন মো: মোকাব্বির হোসেন ও মো: সায়েদুল ইসলাম নামের দুজন কর্মকর্তা।
বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (অতিরিক্ত সচিব) মো: মোকাব্বির হোসেনকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ ভূমি আপীল বিভাগের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে।
অপরদিকে, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান মো: সায়েদুল ইসলামকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধতন নিয়োগ-১ অধিশাখার উপসচিব আব্দুল লতিফ স্বাক্ষরিত নোটিশে এসব তথ্য জানানো হয়।