এম. পলাশ শরীফ, বাগেরহাটঃ বাগেরহাটের মোরেলগঞ্জে নিরাপদ পানির অভাবে পানিবাহিত রোগ ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। গত এক সপ্তাহে ৩০ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপে ৫০ শয্যার এ হাসপাতালটির বারান্দও মেঝেতেও স্থান নিয়েছেন রোগীরা। এ ছাড়াও স্থানীয় ক্লিনিক ও নীজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। এ রোগে নারী ও শিশুরা আক্রান্ত হচ্ছেন বেশি। অতিরিক্ত গরম ও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় নিরাপদ পানির সংকটে মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বেড না পেয়েও মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন তেতুলবাড়িয়া গ্রামের সাইমা আক্তার (২২), সোনাখালী গ্রামের সুমন চাপরাশী (৪৫), নুরুন্নাহার (৪০), মো. ফেরদৌস ইসলাম (১৬), মোরছালিন (১০), নিরব শীল (১০), জাহানারা বেগম (৫০), সরবেশ্বর অধিকারি (৭৫)।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ নাদেরুজ্জামান আকাশ বলেন, কয়েকদিন ধরে ডায়রিয়ার রোগীর চাপ বেড়েছে। এখানে নিরাপদ পানির যথেষ্ট অভাব রয়েছে। বেশিরভাগ মানুষ দরিদ্র। তারা পুকুর, খাল ও ডোবা থেকে পানি সংগ্রহ করে তা ব্যবহার ও পান করে থাকে। এ কারনে ডায়রিয়া দেখা দিয়েছে।
ডায়রিয়া, আমাশয়সহ পানিবাহিত এসব রোগ থেকে রক্ষা পেতে হাসপাতালের পক্ষ হতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহন করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত সকলকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও এ কর্মকর্তা জানান।
এমআই