এম. পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি : মোড়েলগঞ্জ-শরণখোলা সহ সর্ব দক্ষিণের ৫ লক্ষ মানুষের প্রাণের দাবি পানগুছি নদীতে সেতু নির্মান প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন পেয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অনুমোদন পাওয়া ১০টি প্রকল্পের মধ্যে বাগেরহাট-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মধ্যবর্তী মোড়েলগঞ্জের পানগুছি সেতু প্রকল্প অন্যতম।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে এ্যাড. আমিরুল আলম মিলন সর্বোচ্চ অগ্রাধিকার দেন পানগুছি সেতু প্রকল্প। এর আগে সাবেক এমপি মরহুম ডাঃ মোজাম্মেল হোসেন পানগুছি সেতু ও শরণখোলায় পর্যটন কেন্দ্র নির্মান প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৯১২ কোটি ৩৩ লাখ টাকা। ২০২৫ সালের মধ্যে সেতুটি নির্মান বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। পানগুছি সেতু অনুমোদনের জন্য এলাকাবাসি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলনকে অভিনন্দন জানিয়েছেন।
সময় জার্নাল/এমআই