এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
১০ দফা দাবি আদায় সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও আব্দুল মোনায়েম মুন্না সহ সকল রাজবন্দিদের মুক্তি দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।
মঙ্গলবার (৯ মে) বিকেলে ফরিদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডে পশ্চিম গঙ্গাবর্দিতে স্থানীয় বিএনপি ও যুবদলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।
এসময় মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু জানান , বুর্জোয়ারা এখন টাকা দিয়ে রাজনীতি কিনতে চায়। ভোটের আগে কালো টাকা দিয়ে তারা জনগণকে কিনে নিতে চায়। তিনি বলেন, গত ১৪ বছর ধরে পাথরের মতো যেই জুলুমতন্ত্রের মধ্যে আমরা আটকা পড়ে রয়েছি সেখান থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।
ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমটি আক্তার টুটুলের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য কাইয়ুম মিয়া, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কেএম জাফর, জেলা তাতী দলের সদস্য সচিব শাহেদা বেগম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক ইব্রাহিম মাহমুদ সিটু।
এসময় জেলা জাসাসের সদস্য সচিব আরিফ বকু, জেলা যুবদলের সহ-সভাপতি মাইদুল হাসান কাকন, যুগ্ম সম্পাদক আতিকুজ্জামান মিঠু, সহসাধারণ সম্পাদক আবু সাইদ ও ওবায়দুল ঠাকুর, কর্মসংস্থান সম্পাদক শহিদুল ইসলাম টুটুল, দপ্তর সম্পাদক মেহেদি হাসান নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর