মাকে প্রণাম
- তরুণ শিকদার
আমি আমার মায়ের বুকে
ছিলাম কখন, গেছি ভুলে,
নিত্য দিনে সাত সকালে
যে মা আমায় আদর কোরে-
দিতো সদাই কপোল চুমে
তাঁকে আমি গেছি ভুলে।
কোন আকাশের তারা হয়ে
জ্বলছে যে মা, তাও জানিনা।
দেখছে কি মা সন্তানেরে
উপর থেকে, তাও ভাবিনা।
পাখি যেমন পালক দিয়ে
আগলে রাখে শাবকটি তার,
আঁচল দিয়ে মা-ও তেমনি
বুকের মাঝে রাখতো আমায়।
চুপটি করে শ্বাস নিতো সে
আগলে রেখে বুকের মাঝে।
ভুলে আছি সেই সে মাকে
জগৎ মাঝে কাজের ফাঁকে।
তাইতো আবার নতুন করে
দিন গুণে সেই মাকে স্মরি
নতুন নতুন দিন ও ক্ষণে
মায়ের নামে কথা বলি।
মে মাসের এই মা দিবসে সবাই মিলে
আবার মাকে প্রণাম করি।।
সময় জার্নাল/এলআর