সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন। মঙ্গলবার (১৭ মে) বেলা ১১টায় প্রভোস্ট কার্যালয়ে হল প্রভোস্টের রুমে অনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এসময় নতুন প্রভোস্টকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, একই বিভাগের অধ্যাপক ড. এয়াকুব আলী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মমতাজুল ইসলাম এবং আরবী ভাষা ও সাহিত্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও অধ্যাপক ড. আব্দুল মালেক। এর আগে নতুন প্রভোস্টকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে অভিনন্দনও জানান তাঁরা।
দায়িত্বগ্রহণকালে অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন বলেন, ‘হলের আবাসিক শিক্ষক এবং হল সংশ্লিষ্ট সকলের সাথে বসে আগে আমাদের নিজেদের ঠিক হতে হবে। ইতোমধ্যেই আমি সাবেক প্রভোস্ট, আবাসিক শিক্ষক, বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে কথা বলেছি। আমি একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে হলে বিদ্যমান সমস্যাসমূহ সমাধানের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রভোস্টের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুনজুরুল হক। ফলে তার স্থলে সাময়িকভাবে হল প্রভোস্টের দায়িত্বপ্রাপ্ত হন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল জলিল পাঠান। সর্বশেষ গত ১৫মে ড. আব্দুল জলিল পাঠানের প্রভোস্ট হিসেবে দায়িত্বের অবসান ঘটিয়ে তার স্থলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ. বি. এম. জাকির হোসেনকে হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
এমআই