সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টরের দায়িত্বে নতুন দুই শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক রওশনআরা আঁখি ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তানভীর আহামেদ।
বুধবার (১৭মে) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্ধারিত ২জন শিক্ষককে যোগদানের তারিখ হতে ২ বছরের জন্য সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হলো। তাঁরা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রভাষক তানভীর আহামেদ বলেন, "এই পদে যোগ্য মনে করেছেন বলেই উপাচার্য মহোদয় আমাকে এই দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালনের জন্য শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। আশা করি সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা যেন বজায় থাকে সে জন্য যথাযথভাবে কাজ করে যাব।"
এমআই