শারমিন কেয়া, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপ।
বুধবার (১৭ মে) বিকাল তিনটায় ও সাড়ে চারটায় পৃথকভাবে এ দুটি আনন্দ শোভাযাত্রা
অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শোভাযাত্রাটি শেষ হয়।
আনন্দ শোভাযাত্রা সম্পর্কে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী কমিটিতে পদপ্রত্যাশী ইমাম হোসেন মাসুম বলেন, 'আজকের এই দিনে বঙ্গবন্ধু তনয়া বাঙালির অনুপ্রেরণার উৎস শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হয়। দেশে ফিরেই শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করা শুরু করেন। বাংলাদেশকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। সে জন্য আমরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ আজকে এই আনন্দ শোভাযাত্রা করেছি।'
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আগামী কমিটিতে পদপ্রত্যাশী রেজা-ই-ইলাহী বলেন, 'দেশরত্ন শেখ হাসিনা ১৯৮১ সালে ১৭ মে স্বদেশে প্রত্যাবর্তন করেন। শেখ হাসিনার কারণেই দেশের মানুষ নিরাপদ আছে। বাংলাদেশেকে একটি স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলতে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আজকের এ কর্মসূচিটি আমরা পালন করি।'
উল্লিখিত দুটি পৃথক শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস, জাহিদুল ইসলাম ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক শান্ত, সাবেক সহ সম্পাদক কাজল হোসাইন, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিন শুভ, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের নেতা তাহারাতবির হোসেন পাপন মিয়াজী, নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী হল শাখা ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান জেরিন সহ বিভিন্ন হল, অনুষদের নেতাকর্মীরা।
এমআই