খালেদ হোসেন টাপু, রামু:
সরকারি সংরক্ষিত বনাঞ্চলের বুকচিরে প্রবাহিত খাল ও পাহাড় কেটে অবৈধভাবে বালি উত্তোলনের সময় রামুতে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও ৮০ শ ফুট পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাজারকুল রেঞ্জের অধীনে খুনিয়াপালং দারিয়ার দিঘি কালুর দোকানের পার্শ্বে দারিয়ার দীঘি বিট এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তাফা এ অভিযান পরিচালনা করেন।
তার সঙ্গে রাজারকুল রেঞ্জের কর্মকর্তারা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও আনসার ব্যাটিলিয়ন সদস্যরা ছিলেন ।
এসময় তিনি সাংবাদিকদের জানান দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট ছরা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। তিনি আরো জানান খুনিয়াপালং দারিয়ার দিঘি এলাকার কালুর দোকানের পার্শ্বে দারিয়ার দীঘি বিট এলাকায় মেশিন দিয়ে অবৈধভাবে ছরা খাল থেকে বালু উত্তোলনের কারণে পাহাড় ধ্বসে বসতভিটা ঝুঁকির সম্মুখীন হয়ে পড়েছে এ খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করা হয় ।
পরে ঘটনাস্থল থেকে বালু তোলার ১টা ড্রেজার মেশিন এবং বালু উত্তোলনে ব্যবহৃত ৮০ফুট পাইপ জব্দ করা হয়। অভিযান টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মালামাল নিষ্পত্তির জন্য বন বিভাগকে নিয়মিত মামলা করতে নির্দেশনা প্রদান করা হয়।বন ও পাহাড় রক্ষায় ওই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সময় জার্নাল/এলআর