স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের পরবর্তী আসর মাঠে গড়াতে এখনো অনেক সময় বাকি। এখন থেকেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপজয়ী দলটি আগামী জুন মাসে খেলতে যাচ্ছে দুইটি প্রীতি ম্যাচ। তাও এশিয়ার দেশের বিপক্ষে।
বিশ্বকাপের পর পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল মেসিরা। এবার খেলতে যাচ্ছে এশিয়ার দলের বিপক্ষে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা যায়, আসন্ন বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে এশিয়া সফর করবে লিওনেল স্কালোনির দল। সেখানে চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচটির সম্ভাব্য তারিখ ১৫ জুন।
অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার তিন থেকে চার দিনের মধ্যেই ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচের সম্ভাব্য তারিখ ১৮ কিংবা ১৯ জুন।
অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুই ম্যাচের পর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব অভিযান শুরু করবে আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে আগামী সেপ্টেম্বরে।
এমআই