রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে ১০ দফা আদায়ের দাবীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত

শুক্রবার, মে ১৯, ২০২৩
ফরিদপুরে ১০ দফা আদায়ের দাবীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত

এহসান রানা,  ফরিদপুর প্রতিনিধি: 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপর জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত  থানা রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক।

জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছার সভাপতিত্বে ও সদস্য সচিব একে কিবরিয়া স্বপনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুল হক শাহাজাদা মিয়া,শাহ মো: আবু জাফর, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, কেন্দ্রীয় কৃষক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা উত্তর মহিলা দলের সভাপতি চৌধুরী নায়াব ইউসুফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল