নিজস্ব প্রতিনিধি:
বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট এন্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের স্কিল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট জোবায়ের আলম আর নেই।
বৃহস্পতিবার রাত ১১ টায় টাঙ্গাইলে নিজ বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জোবায়ের আলম ১৯৭৯ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি টাঙ্গাইলের মির্জা মাঠ এলাকার বাসিন্দা মো সেকেন্দার আলীর কনিষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ভাই, তিন বোন, আত্মীয়-স্বজন, সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জোবায়ের আলম ২০১২ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ ও প্রকল্পে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ইডিজিই প্রকল্পের আগে তিনি এটুআই, এরিকসন এবং গ্রামীণফোনে কাজ করেছেন।
নামাজে জানাজা শেষে টাংগাইল কেন্দ্রীয় গোরস্থানে আজ বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তার মৃত্যুতে ইডিজিই পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। তারা তার রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
সময় জার্নাল/এলআর