খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের হরিবাসর পাড়ায় আধুনিক কৃষি যন্ত্রদ্বারা ধান কাটার উদ্বোধন করা হয়।
শনিবার সকালে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত বোরো ধানের (এস এল ৮ এইচ) সমলয় ব্লক প্রর্শনীর কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্রদ্বারা শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নীলফামারী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী,সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,অতিরিক্ত কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল ও সংসদ সদস্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন প্রমূখ।
পরে হার্ভেস্টার মেশিন দিয়ে এক কৃষকের ধান কেটে দিয়ে রবি শস্য কর্তনের উদ্বোধন করেন।
সময় জার্নাল/এলআর