বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বন্য হাতির আক্রমণ রোধে বিজিবির মতবিনিময় সভা

শনিবার, মে ২০, ২০২৩
বন্য হাতির আক্রমণ রোধে বিজিবির মতবিনিময় সভা

রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি: 

রাজীবপুর উপজেলার ভারতীয় সীমান্তে বন্য হাতির আক্রমণ রোধ জানমাল ও সম্পদ রক্ষায় জনসচেতনতামুলক মতবিনিময় সভা করেছে বিজিবি। জামালপুর ব্যাটালিয়ন ৩৫ এর উদ্যোগে রাজীবপুর উপজেলার বালিয়ামারী কোম্পানী সদর শনিবার বিকেলে এই  মতবিনিময় সভার আয়োজন করে।

বিকেলের দিকে সীমান্তবর্তী বালিয়ামারী বাজারে এলাকার জনসাধারণকে সাথে এই  জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকাবাসী গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ স্থানীয়  জপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এসময় ভারতীয় বন্য হাতি দ্বারা সীমান্তে ক্ষতিগ্রস্ত হওয়া অনেকেই তাদের মতামত তুলে ধরেন এবং বন্য হাতির আক্রম থেকে রেহাই পেতে যতদ্রুত সম্ভব ব্যবস্থা নেয়ার অনুরোধও করেন।

মতবিনিময় সভায়  জামালপুর ব্যাটালিয়ন-(৩৫ বিজিবি) সহকারী পরিচালক (এডি) মো. সামছুল হক বলেন,আমাদের সীমান্তে প্রায়ই ভারতীয় বন্য হাতির দল নেমে এসে ফসলের ব্যাপক ক্ষতি করে। আমরা এবিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সাথে কথা বলেছি।

অনেক সময় স্থানীয়রা আমাদের অভিযোগ দেয় ভারতীয়রা কাঁটাতার খুলে দিয়ে বাংলাদেশে বন্য হাতি অনুপ্রবেশ করার সুযোগ করে দেয়। এসব অভিযোগ তাদের জানানো হয়েছে।এসময় তিনি সীমান্তে কাটাজাতীয় ফসলের গাছে যেমন লেবু ও বড়াই চাষ করার পরামর্শ দেন। 

সভায় উপস্থিত ছিলেন, বালিয়ামারী কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মো.আনজু মিয়া,রাজীবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস,ইউপি সদস্য ফরিজল হক,বালিয়ামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আকুল, ফরমান আলী প্রমূখ।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল