বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে নৌকায় ভোট চেয়ে প্রচারণা

রোববার, মে ২১, ২০২৩
নোয়াখালীতে নৌকায় ভোট চেয়ে প্রচারণা

মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচন এখন দরজায় কড়া নাড়ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৪ সালের জানুয়ারীতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে সরকারের দৃশ্যমান মেগা প্রকল্পগুলো জনগনের সামনে তুলে ধরে নৌকায় ভোট চেয়ে আগাম প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী  জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। তাঁর প্রচারণায় ওঠে আসা সরকারের উন্নয়ন কর্মকান্ড মানুষের নজর কাড়ছে।

শনিবার বিকালে জেলার সুবর্ণচরের চরজব্বার ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও পথসভায় সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চান শিহাব উদ্দিন শাহিন। এরআগেও তিন দফায় সুবর্ণচরে গণসংযোগ ও পথসভা করেন তিনি।

শিহাব উদ্দিন শাহিন বলেন, আওয়ামী লীগ টানা ১৪ বছর সরকারে আছে। এই কয় বছরে দেশের ইতিহাসে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রবৃদ্ধির পারদ ওপরে উঠেছে, মানুষের আয়-রোজগারও বেড়েছে। এতে জনগন আওয়ামী লীগের ওপর আস্থাশীল।

সরকারের উন্নয়ন ও সমৃদ্ধ রাষ্ট্র পরিচালনা দেখে বিএনপি অসুবিধায় আছে। তারা এখন জনগনের কাছে ভোট চাইতে লজ্জা পায়। জনগন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আসনে ক্যান্টেনমেন্টের ভাঙা সুটকেস থেকে গড়ে ওঠা বিএনপি কোন রাজনৈতিক দলই নয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে দলীয় প্রার্থীতার বিষয়ে শাহিন বলেন, আওয়ামী লীগ এশিয়া মহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এখানে দলের মনোনয়ন চাওয়ার মতো ৭-৮জন যোগ্য লোক আছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত জননেত্রী শেখ হাসিনার ক্ষুদ্র একজন কর্মী হিসেবে সরকারের উন্নয়ন ও সমৃদ্ধশালী রাষ্ট্র পরিচালনার চিত্র জনগনের কাছে তুলে ধরতে এলাকায় গণসংযোগ করছি। সরকারের উন্নয়ন ও সুশাসনে মানুষ আস্থাশীল। তাই গণসংযোগে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করছে।

তিনি বলেন, নোয়াখালী-৪ আসনে এখন যিনি এমপি, তিনি আমাদের দলের সাইনবোর্ডে এমপি হয়ে বিএনপি-জামায়াতের লোকদের দলে অনুপ্রবেশের সুযোগ করে দিয়েছেন। অনুপ্রবেশকারীদের দিয়ে নিজস্ব বলয় তৈরী করে তাদেরকে অর্থে-বিত্তের মালিক করেছেন।

অপরদিকে দলের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করেছেন। দুর্নীতি-অনিয়ম, চাকুরি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, হাউজিংয়ের জমি নিয়ে দুর্নীতি ও অপরাজনীতি তার নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তিনি এখানে সদর-সুবর্ণচরের মানুষকে বঞ্চিত করে বাহিরের লোকজনকে অনিয়ম ও মোটা অংকের অর্থের বিনিময়ে চাকুরি থেকে শুরু করে অনেক বড় বড় সুযোগ-সুবিধা দিয়েছেন। এখন সদর-সুবর্ণচরের মানুষ তার অপরাজনীতি ও অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দলীয় নেতাকর্মীরা বহিরাগত অপরাজনীতির হোতাকে বাদ দিয়ে সদর-সুবর্ণচরের স্থানীয় নেতৃত্ব থেকে দলীয় মনোনয়ন চান।

শিহাব উদ্দিন শাহিন বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার মাতৃতুল্য নেত্রী শেখ হাসিনা এবং নোয়াখালীর ঠিকানা আমাদের অভিভাবক ওবায়দুল কাদেরের কাছে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব। আমাকে যদি দলীয় মনোনয়ন দেয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। আর যদি কোন কারণে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হয়, তাহলেও আমি দলের পক্ষে কাজ করবো। 

গণসংযোগকালে এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সঙ্গে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ  নেতা জাকিউল ইসলাম দুলাল, গোলাম হোসেন বাবলু, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ নেতা ইকবাল মাহমুদ সোহেলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল