এম পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ডরপের সহযোগীতা ও ইউনিয়ন পরিষদের আয়োজনে এ বাজেট সভায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা।সভায় বাজেট পাঠ করেন ভারপ্রাপ্ত ইউপি সচিব মো. হাবিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মোল্লা, মিলন শেখ, নূরুজ্জামান শিকদার, মো. মনিরুজ্জামান, শাহিন আজাদ, সংরক্ষিত মহিলাসহ সকল ইউপি সদস্যবৃন্দ প্রমুখ।
ডরপ্ পানিই জীবন প্রকল্পের মো. শওকত চৌধুরী, জাকিরুল ইসলাম, চুমকি রায়, ইসরাইল মিয়া, উপজেলা যুব গ্রুপের সভাপতি শেফালী আক্তার রাখি, তরুন সংঘ ক্লাবের সভাপতি খলিলুর রহমানসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ। ২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেটে রাজস্ব আয় ও ব্যায় হয়েছে ৩৬ লাখ ৮৯ হাজার ৮শ’ টাকা, উন্নয়ন হিসাব আয় ও ব্যায় ২ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৭শ’ টাকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মশিউর রহমান।
এমআই