মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
“ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরেও নানা কর্মসূচরি মধ্য দিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে।
রবিবার (২১ মে-২০২৩) দিবসটি উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার উদ্যোগে দিনাজপুর গোর এ শহীদ ঈদগাহ মিনারসহ একযোগে চারটি ভেনুতে বিভিন্ন বয়সী শতাধিক মানুষ বিশেষ মেডিটেশনসহ নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অন্য স্থানগুলোর মধ্যে রয়েছে-দিনাজপুরের পর্যটন কেন্দ্র ঐতিহাসিক রামসাগর, কান্তজিউ মন্দির প্রাঙ্গণ এবং প গড় জেলার বাংলাবান্ধা জিরো পয়েন্ট।
বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে দিনাজপুরসহ সারা দেশে অডিও কন্ঠে কোয়ান্টাম মেথড মেডিটেশনের পথিকৃত শ্রদ্ধেয় গুরুজী শহীদ আল বোখারী মহাজাতক মেডিটেশন পরিচালনা করেন।
কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার সদস্যরা ভোর ৫টা থেকে গোর এ শহীদ ঈদগাহ মিনার প্রাঙ্গণে সমবেত হন। সকাল ৬টায় সারা দেশের কোয়ান্টাম ফাউন্ডেশনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও তাঁদের পরিবারের সদস্যরা একযোগে দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের দায়িত্বশীল আয়েশা আকতার “বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত বিকল্প চিকিৎসা পদ্ধতি মেডিটেশন” বিষয়ের উপর স্বাগত বক্তব্য রাখেন।
এরপর কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রদ্ধেয়া মা’জী নাহার আল বোখারী তাঁর অডিও বক্তব্যের মাধ্যমে সারা দেশে দিবসটির কর্মসূচিতে অংশ নেয়া সকল সদস্যদের শুভেচ্ছা জানান। শ্রদ্ধেয়া মা’জীর শুভেচ্ছা জ্ঞাপনের পর কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের দায়িত্বশীল ড. আশিকা আকবর তৃষার পরিচালনায় উপস্থিত সদস্যরা সমবেত কন্ঠে দিবসটির প্রতিবাদ্য পাঠ করেন।
সকাল ৬টা ১৫ মিনিটের পর শ্রদ্ধেয় গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের পরিচালনায় সারা দেশের মত দিনাজপুরের সদস্যরা একযোগে মেডিটেশনে অংশগ্রহণ করেন।
এছাড়া বিশ^ মেডিটেশন দিবস উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার উদ্যোগে মেডিটেশন বা ধ্যান চর্চার গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে দিনব্যাপী বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত বিকল্প চিকিৎসা পদ্ধতি মেডিটেশন এবং চিকিৎসকদের প্রেসক্রিপশনে মেডিটেশন শীর্ষক পৃথক দু’টি বিশেষ ম্যাগাজিন জেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছে বিক্রি করা হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার এই আয়োজনে জেলার শতাধিক নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এমআই