শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জে নৌকা প্রার্থীর বিজয় লাভ

বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩
কিশোরগঞ্জে নৌকা প্রার্থীর বিজয় লাভ

খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি: 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুষ্ঠ্যু ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

২৫ মে বৃহস্পতিবার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহন চলে। মোট ১০ কেন্দ্রে ২১ হাজার ২শ ৭ ভোট। তারমধ্যে ১০ কেন্দ্রে মোঃ মোস্তাফিজার রহমান যাদু (নৌকা) ৪ হাজার ৫’শ ৯ ভোট পেয়ে বে-সরকারী ভাবে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন আলম সবুজ (দুটি পাতা) ৩ হাজার ৮ শ ৬৫ ভোট পান। 

কোন কেন্দ্রে থেকে বিশৃঙখলার কোন খবর পাওয়া যায়নি। প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ,বিজিবি,র‌্যাব ও আনসার সদস্য উপস্থিত ছিল। দুই কেন্দ্রে করে একজন করে ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার রফিকুল ইসলাম বলেন,সুষ্ঠ্যু ও সুন্দর ভাবে চাঁদখানা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল