দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রমেন্দ্রনাথ সরকার। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুশান্ত কুমার বিশ্বাস, সহ. প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ দাস, অনুপম বিশ্বাস, গোপালগঞ্জ সদর উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক বিবেকানন্দ মালাকার, শিক্ষার্থী রনিতা সরকার প্রমূখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উপর সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃতি ও বক্তৃতায় শিক্ষার্থীরা অংশ নেয়। প্রত্যেক বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৭ম শ্রেণির শিক্ষার্থী সারা খানম ও পিয়া বিশ্বাস।
এমআই