সোহেল রহমান:
“স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই” এই স্লোগানকে ধারণ করে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আশুলিয়া ক্যাম্পাসে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে এইউবি ক্যাম্পাস এম্বাসেডর টীম ও এইউবি মিডিয়া ক্লাব তার যাত্রা শুরু করেছে।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বর্নাঢ্য এই আয়োজন সম্পন্ন হয়। এতে বিভিন্ন বিভাগের ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।
এইউবি ক্যাম্পাস এম্বাসেডর টীম ও এইউবি মিডিয়া ক্লাব মেম্বারদের উৎসাহ ও উদ্দীপনা এবং সঠিক গাইড লাইন দিতে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক আব্দুল্লাহ তুহিন, বিষেশ প্রতিনিধি, যমুনা টেলিভিশন।
এতে আরো উপস্থিত ছিলেন শিল্পী, গীতিকার , সুরকার ও সাহিত্যিক লুৎফর হাসান, মাই টিভি’র এক্সিকিউটিভ প্রডিউসার আব্দুল্লাহিল ক্বাফি, , এখন টিভির ভিডিও জার্নালিস্ট আনোয়ার হোসেন ও আজকের পত্রিকার সহ-সম্পাদক ও ক্যাম্পাস পাতার ইনচার্জ আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি’র বক্তব্যে এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান বলেন, আমাদেরকে প্রতিটি কাজে দক্ষতার পরিচয় দিতে হবে, আমাদেরকে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। পড়াশুনার পাশাপাশি জ্ঞানের পরিধি বাড়াতে হবে, কো কারিকুলাম এক্টিভিটিজে বাড়াতে হবে।
সবক্ষেত্রে এশিয়ান ইউনিভার্সিটিকে দেশবাসী তথা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। আমরা ধীরে ধীরে এইউবিকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। সেই যাত্রায় এইউবি ক্যাম্পাস এম্বাসেডর টীম ও এইউবি মিডিয়া ক্লাবকে অগ্রনী ভূমিকা রাখতে হবে।
অনলাইনের এই যুগে সবাইকে ডিজিটাল প্লাটফর্মে জায়গা করে নিতে হবে। আমি প্রত্যাশা করি তোমরা হবে এশিয়ান ইউনিভার্সিটি’র মডেল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ১১ জন মেন্টর ও এইউবি ক্যাম্পাস এম্বাসেডর টীম ও এইউবি মিডিয়া ক্লাব মডারেটর সোহেল রহমান।
সময় জার্নাল/এলআর