সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গুচ্ছ ভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে একঘন্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১,৩৮৪ জন পরিক্ষার্থী উপস্থিত ছিলেন। যা মোট পরিক্ষার্থীর ৯৭.৭৪ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩২ জন শিক্ষার্থী।
‘সি’ ইউনিটের সমন্বয়কারী ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গত পরীক্ষার ন্যায় আজকেও মেইনগেইট দিয়ে কেন্দ্রে প্রবেশ করার পর পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে সারিবদ্ধভাবে শিক্ষার্থীদের হলে প্রবেশ করানো হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ‘সি’ ইউনিটের সমন্বয়কারী ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম প্রমুখ।
এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূর্বের ন্যায় আজকেও নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলো কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশ ফোর্স। এর পাশাপাশি যুক্ত ছিলেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এবং যেকোনো ধরনের অপরাধ দমনে মনিটরিংয়ে ছিলো ভ্রাম্যমান আদালত। এবং শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনেতিক ছাত্রসংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের বসার জন্য অভিভাবক কর্ণার, পরিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল সরবরাহ, বাইক সার্ভিস ও মেডিকেল সেবা প্রদান কার্যক্রমও চলমান ছিল।
এমআই