সাব্বির আহম্মেদ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের সদর উপজেলা খাদ্য বিভাগ চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল কেনা শুরু করেছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে চাল কেনার কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী
কর্মকর্তা আরাফাত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সদরউপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সিদ্দিকা লিপি, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আব্দুর রহিম, ওবি এগ্রো ইন্ড্রষ্ট্রিজ এর ব্যবস্থাপক জহুরুল ইসলামসহ অন্যান্য খাদ্য কর্মকর্তারা।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে সদর উপজেলায় ৪০ টাকা কেজি দরে ৫হাজার ৬৬১ টন চাল এবং কৃষকদের কাছ
থেকে ২৭ টাকা কেজি দরে ২হাজর ৪০১ টন ধান কেনা হবে। আগামী ১৬ আগষ্ট পর্যন্ত মিলারদের কাছ থেকে চাল কেনা অব্যাহত থাকবে।
সময় জার্নাল/এমআই