মো. মাইদুল ইসলাম: করোনাকালীন ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়াস থেকেই অসহায়দের হাতে ঈদ সামগ্রী দিলো কিছু তরুণ শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন 'সেফ আওয়ার পিপল'।
৬ মে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুঃস্থ মানুষদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
ঈদ উপহারের মধ্য ছিলো সেমাই,নুডুলুস,চিনি,দুধ,ডাল,পেয়াজ,সাবান।
যেকোন সংকটময় মুহূর্তে এগিয়ে আসতে দেখা যায় তরুণদের। করোনাকালীন ও পুরো দেশে তরুণরা কাজ করে যাচ্ছে মানুষের জন্য।
সেফ আওয়ার পিপলের চীফ মনিটর সোহেল রানা বলেন, একদিকে করোনার প্রকোপ যেমন বেড়েই চলেছে অন্যদিকে তার সাথে তাল মিলিয়ে বাড়ছে লকডাউন। কিন্তু এই লকডাউনে হিমশিম খেতে হচ্ছে দৈনিক খেটে খাওয়া মানুষদের। রোজা রাখছে অনেকজন না খেয়ে। শপিং মলে লোকজনদের সমাগম দেখে বুঝা যাচ্ছে এক শ্রেণীর লোকদের ঈদ খুব ভালোই কাটবে কিন্তু অন্যদিকে আরেক শ্রেণীর লোকদের ঈদ হয়ত না খেয়ে কাটাতে হবে। তাদের জন্য আমাদের ছোট্ট প্রতিষ্ঠান "সেইফ আওয়ার পিপল" থেকে উদ্যোগ নেওয়া হয়। আমরা কিছু পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দেই। পরবর্তী সময়ে আপনারা আমাদের পাশে থাকলে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আরো অনেক পরিবারকে সাহায্য করতে পারবো ইনশাআল্লাহ।।আপনাদের সকলের সাহায্য আমাদের কাম্য।
সময় জার্নাল/এমআই