মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র মহাপরিচালক মেজন জেনারেল একেএম নাজমুল হাসান বিএএম, এসডিসি, পিএসসি, বলেছেন, আগের যেকোন সময়ের চেয়ে বর্তমানে বিজিবি ও বিএসএফ’র মধ্যে সম্পর্ক অনেক ভালো আছে। আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। কোন সমস্যা থাকলে আমরা মিউচুয়ালি সভায় একে অপরের সাথে আলোচনা করে অনেক সমস্যাই সমাধান করতে পারছি।
আজ রোববার দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
বিজিবি’র মহাপরিচালক বলেন, হিলি সীমান্ত গুরুত্বপর্ণ হওয়ায় এখানকার দুই বাহিনির সমতার ভিত্বিতে এখানেও রিট্রিট সেরমনি করা হবে।
বেলা ২টার দিকে তিনি সড়ক পথে জয়পুরহাট থেকে হিলি সীমান্তে এসে পৌঁছান। বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে,এম নাজমুল হাসান আইসিপি গেটের জিরো পয়েন্টে এসে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ'র রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কালয়ান্ত রায় শরমা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
পরে সীমান্তের জিরো পয়েন্টে ভারতীয় অংশে বিএসএফ কর্মকর্তাদের সাথে বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল এ কে,এম নাজমুল হাসান এক মতবিনিময় করেন। এসময় বিজিবি’র রংপুর রিজিওন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগর ও জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএসএফ'র রায়গঞ্জ সেক্টরের ডিআইজি কালয়ান্ত রায় শরমা ছাড়াও রায়গঞ্জ ব্যাটালিয়ন কমান্ডার বিপিন কুমার এবং ৬১ বিএসএফ ব্যটিালিয়নের কমান্ডিং অফিসার কামাল ভাগত উপস্থিত ছিলেন।
বেলা ৪টায় তিনি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গ্রাম হাড়িপুকার পরিদর্শণ করেন।
এমআই