সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাফফাত হোসেন শিশিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, অধ্যাপক ড. রেবা মন্ডল ও প্রভাষক ফারিয়া ইসলাম অরিদি।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাসেল আলী ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম জীবনের যৌথ সঞ্চালনায় অতিথিদের বক্তব্যে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, 'শুধুমাত্র নবীন বরণ ও বিদায় সংবর্ধনার মধ্যে সমিতিকে সীমাবদ্ধ রাখলে হবেনা।
চাঁপাইনবাবগঞ্জের ছেলে মেয়েদেরকে এই সমিতি নিয়ে অনেকদূর এগিয়ে যেতে হবে। যাতে করে বিশ্ববিদ্যালয়ে এক নামে চাঁপাইনবাবগঞ্জ জেলাকল্যাণ সমিতির প্রশংসা করে।
এ জন্য আমাদের ছেলে মেয়েদের প্রতিটি অঙ্গনে অংশগ্রহণ করে সুনাম অর্জন করতে হবে।'
এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাকির হোসেন।
সময় জার্নাল/এলআর