এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি
প্রয়াত রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বিশাল শোক র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে শহরের কোর্ট চত্বর থেকে জেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে এ শোক র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে গোলপুকুর মার্কেটের সামনে পৌছে শোক সভা সমাপ্ত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু। তিনি বলেন, কেয়ারটেকার সরকার ছাড়া কোন নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ-সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তাগণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।
সময় জার্নাল/এলআর