মো. আবদুল্লাহ-আল-অনিক, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম-এর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যার পূর্বে উপজেলার জামনগর বাজারে অনুষ্ঠিত ওই আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বি এন পির আহবায়ক মোশাররফ হোসেন।
এছাড়াও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বি এন পির সদস্য সচিব(সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান) হাফিজুর রহমান,উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক নেকবর হোসেন,জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী, থানা যুবদলের আহবায়ক হারুন দুলাল, যুবদলের যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন ও আবু রায়হান, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, পৌর যুবদল আহ্বায়ক মুক্তার হোসেন, পৌর ছাত্র দলের আহ্বায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্নাসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে সেখানে দোয়া অনুষ্ঠিত এবং পরে তবারক বিতরণ করা হয়।
সময় জার্নাল/এলআর