সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির আলম।
বুধবার (৩১ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক উক্ত হলের ওয়ার্ডেন ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির আলমকে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মীর মশাররফ হোসেন হলের নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাব্বির আলম বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়াকালীন আমি এমএইচ হলের আবাসিক ছাত্র ছিলাম। নিজের হলের প্রভোস্ট হতে পারায় আমি আনন্দিত। হল প্রভোস্ট হিসেবে সবাইকে সাথে নিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশসহ আনুষাঙ্গিক সুবিধা নিশ্চিত করতে চাই। পাশাপাশি নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করতে চাই।'
এমআই