নিজস্ব প্রতিবেদক:
১০ শতাংশ হারে কর দেওয়ার শর্তে ২০২০-২১ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল সরকার। এই সুযোগ থাকা সত্ত্বেও গত এক বছরে একজনও কালো টাকা সাদা করেননি। এ কারণে আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
শুক্রবার (২ জুন) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আমি গত বছরের বাজেট বক্তৃতায় বলেছিলাম, কেউ যদি অপ্রত্যাশিত টাকা দেশে নিয়ে আসে, তাহলে সেই টাকার কোনো কর দিতে হবে না। গত বাজেটে এই সুযোগটি দেওয়ার পরও এখন পর্যন্ত কোনো অপ্রত্যাশিত টাকা বাংলাদেশে আসেনি। সুযোগ দেওয়া সত্ত্বেও গত এক বছরে একজনও কালো টাকা সাদা করেননি। তাই এবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি।
পুরো বাজেটই গরিব মানুষের জন্য উপহার উল্লেখ করে তিনি বলেন, এ দেশে অনেক মধ্যআয়ের মানুষ আছে, সময় এসেছে তাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে। যারা আয় করেন ট্যাক্স দেওয়ার সক্ষমতা আছে, তাদের ট্যাক্স দিতে হবে।
এমআই