মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

মেঘনায় অবাধে চিংড়ির রেণু ধরার মহোৎসব!

শনিবার, জুন ৩, ২০২৩
মেঘনায় অবাধে চিংড়ির রেণু ধরার মহোৎসব!

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর থেকে:
 
লক্ষ্মীপুরে অবাধে-নির্বিগ্নে মেঘনা নদীতে চিংড়ি রেণু ধরার মহোৎব চলছে! তারা মানছে না সরকারি কোনো বিধি-নিষেধ। এদের উপর প্রয়োগও হচ্ছে না সঠিকভাবে আইনের ধারা। এরা স্থানীয় রাজনৈতিক নেতাদের যোগসাজশে  চিংড়ি রেণু ধরার মতো অপরাধ করছেন। এরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অবাধে গলদা চিংড়ির পোনা ধরার মহোৎসবে পরিণত করেছেন। এতে ধ্বংস হচ্ছে নদী ও সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছের পোনা। অস্তিত্বের সংকটে পড়েছে গলদা, ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ। এতে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। আর এজন্য সরকারি নজরদারির অভাবকেই দুষলেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এক শ্রেণির অসাধু মৎস্যজীবী প্রকাশ্যে গলদা চিংড়ি পোনা আহরণ ও বিক্রি করলেও ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

লক্ষ্মীপুর সদরের বুড়ির ঘাট এলাকা থেকে কমলনগর উপজেলার মতিরহাট, নাসিরগঞ্জ, সাহেবের হাট, লুধুয়া ঘাট ও রামগতি উপজেলার, আলেকজান্ডার ও চরগজারিয়াসহ মেঘনা নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে নির্বিচারে ধরা হচ্ছে গলদা চিংড়ি পোনা। এ পোনা অতি ক্ষুদ্র হওয়ায় তা ধরতে যে জাল ব্যবহার করা হয় তাতে ধ্বংস হয় বিভিন্ন প্রজাতির মাছের পোনাও। এ জন্য ২০০০ সালের ২১ সেপ্টেম্বর উপকূলীয় এলাকায় চিংড়ি পোনা আহরণ নিষিদ্ধ করে সরকার। তবে সে নিষেধাজ্ঞা মানছে না এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও জেলেরা।

তবে পোনা শিকারিরা বলছেন, বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় এবং সরকারি সাহায্য না পাওয়ায় অনেকটা পেটের দায়ে বাধ্য হয়ে এ পেশা বেছে নিয়েছেন তারা।

রামগতি উপজেলার বড়খেরী এলাকার উঁচাখালির  রেণু শিকারের সঙ্গে জড়িত জালাল , আবু, নিজামসহ আরও অনেকে জানান, অভাবের তাড়নায় জীবন-জীবিকার তাগিদে অবৈধ জেনেও তারা এসব পোনা শিকার করছেন। প্রতিদিন একেক জন জেলে ৮০০ থেকে এক হাজার পোনা শিকার করছেন। এ পোনা বিক্রি করে এখন তাদের সংসার চলছে। এদিকে জেলেদের অভিযোগ, আগে প্রতিটি চিংড়ি পোনা স্থানীয় বাজারে দুই থেকে আড়াই টাকা দরে বিক্রি করলেও এবার তা বিক্রি হচ্ছে এক টাকা থেকে দেড় টাকা দরে। এ জন্য মহাজনদের সিন্ডিকেটকেই দায়ী করলেন তারা।

স্থানীয়রা জানান, মহাজনরা অগ্রিম ঋণ দিয়ে এসব জেলেদের পোনা শিকারে উৎসাহী করে তুলেছেন। অর্থের লোভ দেখিয়ে প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীরা শিশু কিশোরদেরও ব্যবহার করছে এ কাজে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগসাজশে একটি সংঘবদ্ধ চক্র জেলেদের দাদন দিয়ে অবাধে এসব মাছের পোনা নিধন করছেন। এতে করে বিলুপ্ত হতে চলেছে বিভিন্ন প্রজাতীর মাছের পোনা। রেণু আহরণ বন্ধ করা না গেলে এক সময় বিলুপ্ত হবে বিভিন্ন প্রজাতির মাছ। এতে উৎপাদন কমবে নদী ও সামুদ্রিক মাছের।

অবাধে গলদা চিংড়ি পোনা ধরার কথা স্বীকার করে জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এক শ্রেণির অসাধু ব্যবসায়ীদের কারণে নদী থেকে পোনা ধরা বন্ধ করা যাচ্ছে না। এ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধিসহ পোনা আহরণ রোধে অভিযান আরও জোরদার করা হবে।

নদী ও সামুদ্রিক মাছের উৎপাদন বাড়াতে রেণু পোনা রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানোর অভিমত সচেতন মহলের। না হলে অস্তিত্ব সংকটে পড়বে বিভিন্ন প্রজাতির মাছ।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল