সাইফ ইব্রাহীম, ইবি প্রতিনিধি:
গুচ্ছ প্রক্রিয়ার বাইরে নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'ডি' ইউনিটের (ধর্মতত্ত্ব) ভর্তি পরীক্ষা আজ সোমবার (৫ জুন) সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। এ দিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একঘন্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উপস্থিত ছিলেন ২০১১ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৯৪.৪১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১১৯ জন। 'ডি' ইউনিট সমন্বয়কারী ধর্মতত্ত্ব এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া প্রতিবারের ন্যায় এবারও পরীক্ষার দিন রাতেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, 'এর আগে প্রত্যেকবারই পরীক্ষার ফলাফল আমরা রাতের মধ্যে দিয়ে দিয়েছি। এবারও আমরা প্রথমদিনেই দেওয়ার চেষ্টা করবো। কোনো কারণে না হলে তখন সকালে প্রকাশ করা হবে।'
এমআই