শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

কু'আ নির্বাচনে অনলাইনে ভোট প্রদান যেভাবে

বুধবার, জুন ৭, ২০২৩
কু'আ নির্বাচনে অনলাইনে ভোট প্রদান যেভাবে

মোঃ মিরাজুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুয়া) নির্বাচন  আগামী শুক্রবার (০৯ জুন) অনলাইনে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ৬ই জুন ( মঙ্গলবার) কুয়া' নির্বাচন কমিশন অনলাইনে ভোট প্রদানের পদ্ধতি প্রকাশ করেছেন।

১। ভোটের ওয়েব সাইট( যথা সময়ে জানানো হবে) ওপেন করতে হবে।

২। ভোট দিতে ভোটারকে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য প্রয়োজন ইমেইল ও পাসওয়ার্ড। সিস্টেম ভোটারের কাছে একটি ইমেইল চাইবে যে ইমেলে সিস্টেম একটি পাসওয়ার্ড প্রদান করবে এই ইমেইলটি অবশ্যই ভোটার তালিকায় ভোটারের ইমেইল হতে হবে। ভোটার তালিকায় প্রদত্ত ইমেইলটি ইনপুট হিসেবে দিলে সিস্টেম ভোটারকে ঐ ইমেইলে একটি  পাসওয়ার্ড পাঠাবে।

৩। ভোটার তার ইমেইল ওপেন করলে একটি পাসওয়ার্ড পাবেন।

৪। উল্লেখিত ইমেইল এবং ইমেইলে পাঠানো পাসওয়ার্ড দিয়ে লগইন করতে
হবে।

৫। লগইন করার পর অনলাইন ব্যালট দৃশ্যমান হবে। অনলাইন ব্যালটে ভোটার প্রতি পদের বিপরীতে ভোট দিতে পারবেন।চূড়ান্ত প্রার্থীতা তালিকায় প্রার্থীদের নাম যে ক্রম অনুসারে থাকবে অনলাইন ব্যালটে সেই ক্রম অনুসারেই থাকবে। ব্যালটে পদের পাশে Nick name  (যদি থাকে) সহ প্রার্থীদের পুরোনাম, রোল, ডিসিপ্লিন এবং ছবি ( প্রার্থীগণ যদি সরবরাহ করে থাকে) থাকবে।

৬। এই ভোটের মাধ্যমে মোট ৫০ জন নির্বাচিত হবেন। কাজেই প্রত্যেকে ভোটার ৫০ টি ভোট প্রদান করতে পারবেন। প্রার্থীর নামের বাম পাশে ছোট বর্গাকৃতির  চেক বক্স থাকবে যার উপর ক্লিক করে প্রার্থী বাছাই  করতে হবে।

৭। কোন পদে যতজন নির্বাচিত হতে পারে কোন ভোটার তার চেয়ে কম বা সমান সংখ্যক  ভোট দিতে পারবেন কিন্তু সিস্টেম বেশি ভোট দিতে দিবে না। উদাহরণ : সভাপতি পদে ভোটারগন ১টি ভোট দিতে পারবেন ১টির বেশি ভোট দিতে পারবেন না। সহ-সভাপতি পদে ১টি, ২ টি, ৩ টি, ৪ টি বা ৫ টি ভোট দিতে পারবে। কিন্তু ৫ টির বেশি ভোট দিতে পারবেন না।

৮। একজন ভোটার সদস্য পদের ক্ষেত্রে "খুবি শিক্ষক কোটা"য় সর্বোচ্চ ৫টি এবং "সবার জন্য উন্মুক্ত সদস্য কোটা"য় সর্বোচ্চ ১৭ টি ভোট দিতে পারবেন।

৯। কোন একটি পদে কোনো ভোটার ভোট দিতে  না চাইলে সিস্টেম বাধ্য করবে না।

১০। প্রতিটি পদের জন্য আলাদা Submit  বাটন থাকবে।প্রতিটি পদের ভোট প্রদান শেষে Submit বাটনের মাধ্যমে ভোটারকে ভোট নিশ্চিত করতে হবে। submit বাটন এর মাধ্যমে ভোট নিশ্চিত করার পর ওই পদের ভোট/ভোটগুলি save হয়ে লক হয়ে যাবে  অর্থাৎ "change of mind" এর সুযোগ থাকবে না।

১১। ৫০ টি ভোট প্রদান কিছুটা সময় সাপেক্ষ। ভোট প্রদানের মাঝে
বিদ্যুৎ বিভ্রাট বা অন্য কোনো কারণে ভোটারের ডিভাইসটি বন্ধ হয়ে যেতে পারে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হতে পারে বা অন্য  সমস্যা দেখা দিতে পারে। তেমন কিছু হলে ভোটারকে আবার লগইন করতে হবে। লগ ইনের পদ্ধতি একই। কোন ভোটার কোন পদের ভোট আগেই নিশ্চিত করে থাকলে পুনরায় লগ ইনের পর ঐ পদটির ভোট তার জন্য লক হয়ে থাকবে অর্থাৎ ঐ পদটিতে পুনরায় আর ভোট দেবার প্রয়োজন হবে না তবে বাকি পদগুলোতে ভোট দিতে পারবেন।

১২। ইমেইল যেহেতু unique তাই একটি ইমেইল দিয়ে একজন ভোটার হিসেবে ভোট প্রদান করা যাবে।একটি ইমেইল দিয়ে একাধিক ভোটার হিসেবে ভোট দেবার সুযোগ নেই।

১৩। ভোটার তার ভোটিং প্রসেস সম্পূর্ণ বা শেষ করতে চাইলে অনলাইন ব্যালটের নিচে  দৃশ্যমান "voting complete" বাটন এর মাধ্যমে তার ভোট প্রদান সম্পন্ন করতে পারবেন। "voting complete"বাটন এর মাধ্যমে ভোট প্রদান শেষ  করলে ভোটার ভোট সম্পুর্ণেরএকটি মেসেজ পাবেন এবং এর পর ভোটার অনলাইন ভোটিং সিস্টেমে আর লগ ইন করতে পারবেন না।

উল্লেখ্য, কুয়া নির্বাচনে ২টি প্যানেল ছাড়াও বেশকিছু সতন্ত্র পদপ্রার্থী রয়েছেন। যারা ইতিপূর্বে তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল