মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বিএনপি অবস্থান কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান করেছে। দেশে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর বিদ্যুৎ অফিসের বিএনপি এই অবস্থান কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করে। বৃহস্পতিবার (৮ জুন-২০২৩) সকালে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে দিনাজপুর বিদ্যুত অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালন করে।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, দিনাজপুর পৌর বিএনপির সাধারণসম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল প্রমূখ।
অবস্থান কর্মসূচী পালন শেষে জেলা বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। অবস্থান কর্মসূচীতে জেলা বিএনপি, পৌর বিএনপি, কোতয়ারী বিএনপির নেতাকর্মীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এমআই