রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি :
চলমান অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির দুটি গ্রæপ পৃথক পৃথক ভাবে
বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসুচি শেষে স্মারকলিপি প্রদান করে।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে কুড়িগ্রাম নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর সামনে জেলা
বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল রহমান রানার নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান কর্মসুচি পালন করে। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল রহমান রানা, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক প্রমুখ। পরে নেসকোর নির্বাহী প্রকৌশরী বরাবর স্বারকলিপি প্রদান করে।
অপর দিকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ এর নেতৃত্বে নেতাকর্মী নেসকোর সামনে অবস্থান কর্মসুচি পালন করে। পরে একটি প্রতিনিধি দল নির্বাহী প্রকৌশলী আতিকুল রহমানের নিকট স্মারকলিপি প্রদান করে। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির দফতর সম্পাদক আশরাফুল হক রুবেল, ছাত্রদল নেতা আমিমুল এহসান প্রমুখ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল রহমান রানা বলেন, এ দেশের জনগনের টাকা বর্তমান সরকার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছে। বর্তমানে বিদ্যুৎ এর এই অভাবনীয় সংকটে সরকারের কাছে কয়লা ও জ্বালানি তেল কেনার টাকা নেই। তিনি অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবিসহ বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন। সেই সাথে নিরপেক্ষ সরকারের দাবিতে একদফা আন্দোলনে বেগম জিয়ার নেতৃত্ব নেতাকর্মীদের রাজপথে দুর্রবার আন্দোলন গড়ে তোলার আহবান জানান
তিনি।
এমআই