এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে পুলিশের বাধার কারণে বিএনপির বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পন্ড হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে দিকে এ ঘটনা ঘটে।
অপরদিকে বিএনপির কর্মসূচীর প্রতিবাদে পাল্টা মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল সহকারে বিএনপি নেতাকর্মীরা ঝিলটুলীর চৌরঙ্গী মোড়ে বিদ্যুৎ অফিসের উদ্দেশ্যে রওনা হয়। তবে মিছিলটি শুরুর পরপরই কাঠপট্টির বিশু মিয়ার মোড়ের নিকট পুলিশ তাদের বেরিকেড দিয়ে আটকে দেয়। এরপর সেখানেই নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।
এসময় সেখানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে ৫ জনের একটি প্রতিনিধি দল চৌরঙ্গীর মোড়ে বিদ্যুৎ অফিসে পৌছে কর্মকর্তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।
এদিকে বিএনপির এই প্রতিনিধি দলটি বিদ্যুৎ অফিসের প্রবেশের মুখে শ্রমিক লীগের একটি দল তাদের বাধা দেয়ার চেষ্টা করে।
এছাড়া শহর আওয়ামী লীগের নেতৃত্বে বিএনপি অবস্থান কর্মসূচির প্রতিবাদ প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে শহর আওয়ামী লীগ। মিছিলটি জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাবে পৌছে শেষ হয়। এ সময় সেখানে বক্তব্য রাখেন শহর আওয়ামীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান।
এমআই